সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদের স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২৫, ৫:৫৯:০৪ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে জনৈক আব্দুল মাওফিক চৌধুরী কর্তৃক পবিত্র ধর্ম ইসলাম ও সুন্নাহ্ বিরোধী বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে সর্বদলীয় আলেম সমাজ। রোববার দূপুরে সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদ জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেনের কাছে এ বিষয়ে স্মারকলিপি প্রদান করেছেন। স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ (স:) এর প্রতিষ্ঠিত সুন্নাত টুপি ও পাঞ্জাবিকে ইহুদীদের সাথে তুলনা করে ভ্রান্ত বক্তব্য উপস্থাপন করেন মাওফিক চৌধুরী। রাসূল (স:) এর প্রতিষ্ঠিত সুন্নাতকে অবমাননা মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ তৈরি হয়।
সর্বদলীয় সংগ্রাম কমিটির আহবায়ক মাওলানা আহমেদ বেলাল ও সদস্য সচিব হাফিজ মাওলানা আলাউর রহমান টিপু জানান, ৪৮ ঘন্টার মধ্যে প্রশাসন দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নিলে তারা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেবেন।
এসময় উপস্থিত ছিলেন সর্বদলীয় ইসলামী সংগ্রাম কমিটির যুগ্ম আহবায়ক মুফতি হাবিবুর রহমান, মাও. বশির আহমদ, মুফতি হিফজুর রহমান ফুয়াদ, হাফিজ মাওলানা এহসানুল হক যাকারিয়া, শেখ মুহাম্মাদ শাহ্ আলম, হাসান আহমদ চৌধুরী, শেখ বোরহান উদ্দিন সোসাইটির চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, শাহ মিসবাহ, মাও. মুজাহিদুল ইসলাম ফারুকী, আলী রাব্বি রতন, হাফিজ নূর উদ্দিন জসিম, মোঃ আব্দুল মুনিব ইমন, মাওলানা আব্দুল বারী খোবায়েব, জাকারিয়া হোসাইন ইমন, শাহ উসমান জাকি, হাফিয সাদ বিন জামিল। উপদেষ্টামন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন- মাও. শেখ মোঃ আব্দুল হক, মুফতি মাও শামছুল ইসলাম, মুফতি শামসুজ্জোহা, মাও. নূরে আলম হামিদী, অধ্যক্ষ মাও. মো. আব্দুস সবুর, হাফিয মাও. জামিল আহমদ আনসারী, মাও. শফিকুর রহমান, মাও. মহিবুর রহমান, মাও. শামসুল ইসলাম, মাও. আব্দুল আলিম, সৈয়দ ইউনুস আলী ও মাও. কামরুজ্জামান প্রমুখ।