সুনামগঞ্জে ধান কাটা নিয়ে মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২৫, ৬:১০:১৯ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: হাওরের বোরো ফসল সুষ্ঠু ও সুন্দরভাবে কর্তন এবং কৃষকদের গোলায় তোলা পর্যন্ত করণীয় নির্ধারণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল দুপুর ১২ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, হাওরে বোরো ফসলের বাম্পার ফলন হয়েছে। বাংলা সনের পহেলা বৈশাখে আমরা কৃষি উপদেষ্টাকে নিয়ে আনুষ্ঠানিকভাবে ধান কাটার উৎসব শুরু করবো। ধান কাটায় প্রতিবছর সংকট সৃষ্টি হয়। সংকট কাটাতে আমাদের সাড়ে ৯শত হারভেষ্টার মেশিন প্রস্তুত রেখেছি। এছাড়া পার্শ্ববর্তী জেলা নেত্রকোনা ও হবিগঞ্জ থেকে পর্যাপ্ত পরিমাণ ধান কাটার মেশিন আনা হবে। হার্ভেষ্টার মেশিন নিয়ে সিন্ডিকেট তৈরী করা চলবেনা। সিন্ডিকেট ভাঙতে শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত করা হবে। ঐ সময়টাতে বালু ও পাথর মহালে জড়িত শ্রমিকদের ধান কাটায় ব্যবহার করা হবে এবং মহালগুলো বন্ধ রাখা হবে। ফসলরক্ষা বাঁধে কোথাও দুর্বল কিংবা শক্তিশালী করতে হলে আমাদের জানাবেন। আমরা ফসল ঘরে তুলতে বাঁধকে ঝুঁকিমুক্ত রাখতে চাই। আল্লাহর রহমতে ফসল সুন্দরভাবে তোলা গেলে শুকরিয়া আদায় করে সবাইকে নিয়ে দোয়ার আয়োজন করার আহবান জানান তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সমর কুমার পালের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক মোস্তফা ইকবাল আজাদ। বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম, পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী মো. ইমদাদুল হক, সুনামগঞ্জ পরিবেশ আন্দোলন এর সভাপতি একেএম আবু নাসার, জেলা শ্রমিককল্যাণ ফেডারেশন এর সভাপতি মুনতাজুল হাসান আবেদ।