মৌলভীবাজারে সন্তানদের হাতে বাবা খুন
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২৫, ৭:৩২:৪১ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে সন্তানদের হাতে খুন হয়েছেন এক পিতা। শনিবার রাত সাড়ে ৭টায় সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোনা (বাঘরগর) এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ সুত্র জানায়, পারিবারিক কলহের জেরে ছেলে-মেয়ের হাতে খুন হন মুসলিম মিয়া (৫৪)। তিনি গ্রামের মৃত সাদ মিয়ার পুত্র।
পুলিশ আরও জানায়, নিহত মুসলিম মিয়া স্ত্রীর সাথে প্রায়ই ঝগড়া করতেন। এতে সন্তানরা ক্ষিপ্ত হতো। এরকম ঘটনায় রাত সাড়ে ৭টায় তার মেয়ে জান্নাতুল ফেরদাউস মুন্নি ও ছেলে মুন্না মিয়া লোহার রড দিয়ে মাথা, পা ও পিঠে আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা এসে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মৌলভীবাজারে নিয়ে যান। তার শারীরিক অবস্থার অবনতি হলে সিলেট এমএজি হাসপাতালে স্থানান্তর করা হলে পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
এ ঘটনায় রাতেই নিহতের ভাই বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় নিহতের স্ত্রী সাবিনা বেগম ওরফে সুকেরা খাতুন, মেয়ে জান্নাতুল ফিরদাউস মুন্নি ও ছেলে মুন্না মিয়াকে আসামী করে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পবিত্র শেখর দাস বলেন এ ঘটনায় মেয়ে জান্নাতুল ফেরদাউস মুন্নিকে গ্রেফতার করা হয়েছে।