বেসরকারি স্কুল কলেজ ও মাদরাসা শিক্ষকদের সুবিধা বাড়াতে হবে: মাওলানা হাবিবুর রহমান
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২৫, ৭:৪৮:৫৩ অপরাহ্ন
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সিলেট জেলা শাখার ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রোববার নগরের মিরাবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের হলরুমে অনুষ্ঠিত এ পুনর্মিলনীতে সভাপতিত্ব করেন জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. হাসমত উল্লাহ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের প্রধান উপদেষ্টা, সিলেট জেলা জামায়াতের আমীর ও ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান। ফেডারেশনের সেক্রেটারী অধ্যাপক মুস্তাফা পাটোয়ারী ও সহকারী সেক্রেটারী এ কে এম আব্দুল আহাদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের উপদেষ্টা ও জেলা জামায়াতের নায়েব আমীর অধ্যাপক আব্দুল হান্নান, ফেডারেশনের সিলেট বিভাগীয় সমন্বয়ক ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, ফেডারেশনের উপদেষ্টা ও জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য নাজিম উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান বলেন, শিক্ষক সমাজ মানুষ গড়ার কারিগর। আর শিক্ষা হচ্ছে জাতির মেরুদন্ড। যে দেশে শিক্ষা ব্যবস্থা যত উন্নত, সে দেশও তত বেশি উন্নত। বাংলাদেশের শিক্ষক সমাজ বিশেষ করে বেসরকারি স্কুল কলেজ ও মাদরাসার শিক্ষকদের আর্থিক সুযোগ সুবিধা বাড়ানোর ওপর তিনি গুরুত্ব দেন। তিনি বলেন, এতে করে মেধাবী ডিগ্রিধারীরা শিক্ষকতার প্রতি আকৃষ্ট হবেন। এ পদক্ষেপ নিলে বাংলাদেশ থেকে মেধা পাচার রোধ হবে। মাওলানা হাবিব ২৪ এর জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শহীদ পরিবার ও আহতদের আর্থিক অনুদান অব্যাহত রাখার আহবান জানান।
সভাপতির বক্তব্যে ড. হাসমত উল্লাহ সকল শিক্ষককে শিক্ষাদানের মহতী পেশায় আত্মনিয়োগ করার আহবান জানান। বাংলাদেশকে উন্নত বিশে^র সাথে তাল মিলিয়ে অগ্রসর করার লক্ষ্যে ইসলামি শিক্ষার পাশাপাশি বিজ্ঞান শিক্ষার ওপর গুরুত্ব প্রদানের আহবান জানান তিনি। বিজ্ঞপ্তি