শান্তিগঞ্জে কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের পুরষ্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২৫, ৭:৫০:৫৬ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি: শান্তিগঞ্জ উপজেলায় দরগাপাশা ইউনিয়নে মাসব্যাপী কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের পরীক্ষা ও প্রতিযোগিতার ফলাফল প্রকাশ, পুরষ্কার বিতরণ এবং বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের নিয়ম অনুযায়ী পরিচালিত শাখার এ অনুষ্ঠান সম্পন্ন করেছেন মাও. বুরহান উদ্দিন চৌধুরী।
রোববার দুপুর ১১টায় ইউনিয়নের দরগাপাশা গ্রামের কোনারবাড়িতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন রাখালগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাবিবুর রহমান। মিনাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এম.এল.জি জামান চৌধুরী’র সভাপতিত্বে ও মাও. মুশাহীদুর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন অত্র শাখার নাজিম ও পরিচালক মাও. বুরহান উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন লতিফিয়া ক্বারী সোসাইটি শান্তিগঞ্জ’র সাধারণ সম্পাদক মাও: কবি তাজ উদ্দিন আহমদ তাজুদ। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সমাজসেবক শফিকুল ইসলাম, ছাদিক মিয়া, গণমাধ্যমকর্মী নূরুল হক, আলাল হোসেন, ক্বারী আমীর উদ্দিন, মাও: জাহিদুল ইসলাম, লিটন মিয়া, ক্বারী খলিলুর রহমান প্রমুখ।