সিলেটে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে র্যালী
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২৫, ৭:৫২:৫০ অপরাহ্ন
সিলেটে ‘তারুণ্যের অংশগ্রহণ খেলাধুলার মানোন্নয়ন’ প্রতিপাদ্যে ‘জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় সিলেট হতে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। জেলা প্রশাসক এর সম্মেলনকক্ষে র্যালি পরবর্তী আলোচনা সভা ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ। স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব মোঃ নূর হোসেন। উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার বিশ্বাস সাহরিয়া ইসলাম ও রেজা-ই-রাব্বি, ক্রীড়া সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ডিসিপ্লিনের কোচ ও খেলোয়াড়বৃন্দ প্রমুখ। বিজ্ঞপ্তি