সিলেটে ছাত্রদলের ঈদ পুনর্মিলনী
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২৫, ৭:৫৪:২৩ অপরাহ্ন
সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে শনিবার রাতে দক্ষিণ সুরমা সিলাম পশ্চিম পাড়ায় ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সাবেক ও বর্তমান ছাত্রদল নেতাদের মিলনমেলায় পরিণত হয়।
ছাত্রদলের এই আয়োজনে উপস্থিত হয়ে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ছাত্রদল প্রতিষ্ঠার পর থেকে ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির প্রয়োজনে কাজ করে যাচ্ছে। বছরের পর বছর ছাত্রদলের নেতাকর্মীরা পালিয়ে ছিলেন, নিজের পরিবারকে সময় দিতে পারেন নি। গত ১৭ বছর বিভিন্ন কৌশলে ছাত্রদলের নেতাকর্মীদের প্রতিহত করার চেষ্টা অব্যাহত ছিলো। বিগত বছরগুলোতে দেশের কোন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের ব্যানারে মিছিল করার সুযোগ পায়নি, এমনকি কোনো বিশ্ববিদ্যালয়-কলেজে নবীনবরণ অনুষ্ঠানও করতে পারেনি ছাত্রদল। ছাত্র-জনতার আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্রদলের নেতাকর্মীরা। তিনি বলেন, গত ১৭ বছরে এই দেশের রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোকে যেভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ধ্বংস করেছে। সেগুলো ফিরিয়ে আনাই হচ্ছে বিএনপির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেন, আওয়ামী ফ্যাসিবাদের আমলে ঈদ ছিল নিরানন্দ। ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এবারের ঈদ জনগণের মাঝে আনন্দের সুবাতাস ছড়িয়ে দিয়েছে। এ আনন্দ টেকসই ও অর্থবহ করতে দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার কায়েম ও তাদের মাধ্যমে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ঘটাতে হবে।
জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার এবং মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসানের যৌথ পরিচালনায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির বিগত কাউন্সিলে নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির উপদেষ্টা ফয়সল আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সহ-সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর, সাদিকুর রহমান সাদিক, মহানগর বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক নজিবুর রহমান নজিব, জেলা বিএনপির উপদেষ্টা কামরুল হাসান শাহীন, মহানগর বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার রিয়াশাদ আজিম হক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট হাসান আহমেদ পাটোয়ারী রিপন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাবেক মাহবুব, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ মামুন, তাজরুল ইসলাম তাজুল, আনোয়ার হোসেন মানিক, শাহ সাইদুর রহমান হিরু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, বিমানবন্দর বিএনপির আবায়ক আব্দুল কাদির সমসু, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জেল হোসেন বেলাল, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের অন্যতম সদস্য এ জে লিমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব সারোয়ার রেজা, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি