জামায়াত সংস্কারে সরকার ও জনগণের পাশে থাকবে: অধ্যক্ষ আব্দুল হান্নান
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২৫, ৯:২০:৪০ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার নায়েবে আমীর ও সিলেট-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আব্দুল হান্নান বলেছেন, জামায়াতে ইসলামী এদেশের মানুষের মুখে হাসি ফুটাতে চায়। জামায়াত বুকভরা দরদ নিয়ে এদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। বিভিন্ন সময়ে মানুষের সমস্যা নিরসনে সীসাঢালা প্রাচীর হয়ে মানুষের জন্য কাজ করছে। তাই বর্তমান সময়েও দেশের সংস্কারের জন্য, জামায়াত ইসলামী সরকার ও জনগণের পাশে থাকবে।
তিনি রোববার বিকালে ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারে তাজপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী ও সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমীর জাহেদ আহমদ এর সভাপতিত্বে ও সেক্রেটারী জালাল আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মুহাম্মদ নজরুল ইসলাম, সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, ওসমানীনগর উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ সোহরাব আলী, নায়েবে আমীর রেজুয়ানুর রহমান চৌধুরী শাহীন, সেক্রেটারী আনহার মিয়া, সিলেট জেলা ওলামা বিভাগের সেক্রেটারী মাওলানা সাদিক সিকান্দার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী সাফির আহমদ, সৈয়দ নূরুল ইসলাম শাহজাহান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মুমিন, সহসভাপতি হাফিজ রেদওয়ান খান, উমরপুর ইউপি জামায়াতের সভাপতি সুমন আহমদ, উছমানপুর ইউপি জামায়াতের সেক্রেটারী আব্দুল করিম সাচ্ছু, বুরুঙ্গা ইউপি জামায়াতের সেক্রেটারী জামাল আহমদ চৌধুরী, তাজপুর ইউপি জামায়াত নেতা আনোয়ার হোসেন, ফারুক আহমদ ও আশিকুর রহমান দুলাল প্রমূখ।