জকিগঞ্জে জামায়াত নেতার উপর হামলার নিন্দা ও প্রতিবাদ
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২৫, ৯:২৩:১৩ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামী জকিগঞ্জ উপজেলা শাখা যুব বিভাগের সেক্রেটারী আলী হোসেনের উপর আওয়ামী চিহ্নিত সন্ত্রাসী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এমসি কলেজ শাখার সাবেক সহ-সভাপতি আহমদ আল-জুবায়ের ও ছাত্রলীগকর্মী আহমদ আল-রেদওয়ান কর্তৃক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জকিগঞ্জ উপজেলা শাখা।
রোববার উপজেলা আমীর মাওলানা কাজী জালাল উদ্দিন, নায়েবে আমীর মাওলানা খলিল আহমদ, সেক্রেটারী ছরওয়ার হোসাইন ও সহকারী সেক্রেটারী দেলোয়ার হোসেন লস্কর এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ এই নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পরিবর্তিত পরিস্থিতিতেও চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলা প্রমাণ করে এরা এখনো কতটা বেপরোয়া। তারা পরিকল্পিতভাবে বিভিন্ন উসকানীমূলক কর্মকান্ডের মাধ্যমে সমাজে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। তাই সামাজিক স্থিতিশীলতা রক্ষার স্বার্থে এলাকাভিত্তিক সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নেতৃবৃন্দ বলেন, জামায়াত নেতার উপর হামলাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। এদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান। বিজ্ঞপ্তি