সিলেটে প্রাক-বাজেট আলোচনা সভার স্থান পরিবর্তনের দাবী ব্যবসায়ীদের
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২৫, ১০:০০:৫১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের ব্যবসায়ীদের সংগঠন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং এনবিআর এর যৌথ উদ্যোগে ২০২৫-২৬ অর্থ-বছরের প্রাক-বাজেট সংক্রান্ত বিভাগীয় আলোচনা সভার স্থান স্টার প্যাসিফিক থেকে স্থানান্তর দাবী জানিয়েছেন ব্যাবসায়ী নেতৃবৃন্দ। একই সাথে সভায় দুর্নীতিবাজ বিতর্কিত ব্যক্তিকে অংশগ্রহণ থেকে বিরত রাখার আহ্বান জানিয়েছেন তারা।রোববার (৬ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবরে লিখিত আবেদনে এসব দাবী জানানো হয়েছে।
সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন- আগামী মঙ্গলবার ৮ এপ্রিল সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং এনবিআর এর যৌথ উদ্যোগে ২০২৫-২৬ অর্থ-বছরের প্রাক-বাজেট সংক্রান্ত বিভাগীয় আলোচনা সভা হোটেল স্টার প্যাসিফিক সিলেট-এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। উল্লেখ্য যে, সিলেট চেম্বারের পরিচালনা পরিষদ বাতিলক্রমে প্রশাসক নিয়োগের আদেশ জারির পরও তা আমলে না নিয়ে অবৈধভাবে চেম্বারের দখলে থাকা পরিষদ এই সভা আয়োজন করতে যাচ্ছেন। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সূত্রে জানা গেছে, সিলেট চেম্বারের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ হাসান ফেরদৌস মানি লন্ডারিং এর অভিযোগে অভিযুক্ত একজন বিতর্কিত ব্যবসায়ী। তার বিরুদ্ধে আনীত অভিযোগ এখনো তদন্তাধিন রয়েছে। এছাড়া তিনি বাজেট সংক্রান্ত আলোচনা সভাটি তার ব্যক্তিগত মালিকানাধিন হোটেল স্টার প্যাসিফিকে আয়োজন করতে যাচ্ছেন। একজন অভিযুক্ত, অবৈধ ও বিতর্কিত ব্যক্তির তত্ত্বাবধানে তার মালিকানাধিন হোটেলে একটি জাতীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হলে সেখানে সিলেটের প্রকৃত ব্যবসায়ীরা অংশগ্রহণ করবেন না এবং এই আলোচনা সভা কোনভাবেই ফলপ্রসু হবে না বলে আমরা মনে করি।
তাই মন্ত্রণালয় থেকে নিয়োগপ্রাপ্ত প্রশাসক সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা’র তত্ত্বাবধানে অন্য একটি ভেন্যুতে উক্ত আলোচনা সভা আয়োজন করার জন্য কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান তারা।
আবেদনে স্বাক্ষর করেন- সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, সাবেক পরিচালক আলীমুল এহসান চৌধুরী, সিলেট জেলা দোকান মালিক সমিতির মহাসচিব আব্দুর রহমান রিপন ও ব্যবসায়ী মো. গোলাম কিবরিয়া।