ফিলিস্তিনে হামলার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৫, ৬:২৩:৫১ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদ ও বিশ্বব্যাপী আহুত হরতালের সমর্থনে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ জোহর ইমাম মোয়াজ্জিন পরিষদ ও তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় শত শত মাদ্রাসা শিক্ষার্থী, স্থানীয় যুবক ও তৌহিদি জনতা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ মিছিলে অংশ নেন।
পরে প্রতিবাদ সভায় ইমাম মুয়াজ্জিন পরিষদ সুনামগঞ্জের সভাপতি মাওলানা আবু সাঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রকিব বিশ্বম্ভরপুরী ও হাফিজ মাওলানা ত্বাহা হোসাইনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামেয়া মাদানিয়া সুনামগঞ্জের মুহতামিম শায়খ মাওলানা আব্দুল বছীর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আয়শা সিদ্দিকা মহিলা মাদ্রাসার মুহতামিম শায়খ মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা ইমাম উদ্দিন, মুফতি আব্দুল হক আহমদি, মাওলানা মুজিবুর রহমান ও মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী।
বক্তব্য রাখেন মাওলানা কামরুজ্জামান হাকিমী, মাওলানা ইলিয়াস আহমদ গুলেনুর, মাওলানা রুকন উদ্দিন, মাওলানা রফিক আহমদ উলাশনগরী, মাওলানা মিজানুর রহমান, সাখাওয়াত হোসেন মোহন, মাওলানা রমজান হোসাইন, মাওলানা জসিম উদ্দিন সুনামগঞ্জী, মাওলানা বেলাল আহমদ হেলালী, মাওলানা আব্দুশ শহীদ, মাওলানা সাইদুর রহমান, মাওলানা মোহাম্মদ আলী খান, হাফিজ মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আব্দুল্লাহ গাজিনগরী, মুফতি মামুনুর রশিদ, জাহিদুল ইসলাম, সুনামগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারি মাসুম হেলাল, সাংবাদিক দেওয়ান গিয়াস চৌধুরী, আমিরুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউর রহমান, হাফিজ ফেদাউর রহমান ও মোহাম্মদ শিব্বির আহমদ প্রমুখ।
অপরদিকে একই দাবিতে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব সুনামগঞ্জের শিক্ষার্থীদের ব্যানারে শহরে র্যালি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন এসোসিয়েশনের সাবেক সদস্য নৌবাহিনীর লেফটেনান্ট আব্দুল হাদি সিয়াম, সাবেক সদস্য আশহার ইন্তিযাম তাহবির, মুহাম্মদ মুহসিন জামিল, গালিব ইফতেখার রাহাত ও এসোসিয়েশনের সভাপতি আসহাব লাবিব।