গাজায় গণহত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৫, ৬:৪১:৫১ অপরাহ্ন
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের গণহত্যার প্রতিবাদে আহুত গ্লোবাল স্ট্রাইকের সমর্থনে সিলেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ২টায় নগরীর সুরমা পয়েন্টে বিক্ষোভ মিছিল শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডাঃ রিয়াজুল ইসলাম রিয়াজ এর সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি প্রভাষক বুরহান উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বিভাগীয়) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএল.বি।
প্রধান অতিথির বক্তব্যে হাফিজ মাওলানা মাহমুদুল হাসান বলেন, ফিলিস্তিন ও গাজায় বছরের পর বছর ধরে যে অমানবিক নির্মমতা চলছে তা মানবতার জন্য এক কলংকময় অধ্যায়। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকেই চলমান এই হামলায় ৫০ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। ইতিমধ্যে ফিলিস্তিনের রাফা অঞ্চল পৃথিবী থেকে মুছে দেওয়া হয়েছে। বোমার আঘাতে মানুষের লাশের বিভিন্ন অঙ্গ প্রতঙ্গ তুলার মতো আকাশে ভাসছে, এই দৃশ্য সহ্য করা যায় না। তাই এই হত্যাকান্ড বন্ধ করতেই হবে। সেজন্য জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ওআইসি ও আরব লীগসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে দ্রুততার সাথে জরুরী ব্যবস্থা নিতে হবে।
সভাপতির বক্তব্যে ডা রিয়াজুল ইসলাম রিয়াজ বলেন, ইসরাইলী বর্বরতা বন্ধে বাংলাদেশ সরকারকে কার্যকরী উদ্যোগ নিতে হবে। জাতিসংঘসহ বাংলাদেশ যেসব আন্তর্জাতিক সংস্থার সদস্য, সবগুলোতে এই গণহত্যা বন্ধে জরুরী মিটিং আহবান করে প্রস্তাব পেশ করতে হবে। আমাদের যতটুকু সামর্থ আছে, সেটা নিয়েই জরুরী পদক্ষেপ নিতে হবে। অন্যথায় ইতিহাস আমাদের ক্ষমা করবে না। নেতৃবৃন্দ সবাইকে গাজায় গণহত্যার প্রতিবাদে ইহুদি পণ্য বয়কটের আহবান জানান।
সমাবেশ ও মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলার সাবেক সভাপতি আনাজির আহমদ, জেলা সেক্রেটারী হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন, মহানগর সদস্য মুহাম্মদ রফিকুল ইসলাম, দফতর সম্পাদক জাবেদ আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক আরিফুর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট জেলা সাধারণ সম্পাদক মুফতি ফখর উদ্দিন, মহানগর যুগ্ম সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম আনসারী, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট মহানগর সভাপতি সিদ্দিকুর রহমান, ইসলামী যুব আন্দোলন সিলেট মহানগর সভাপতি জাকির হোসেন, সিলেট জেলা সভাপতি মাওলানা বদরুল হক, ইসলামী ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি সাব্বির আহমদ তপু, সিলেট জেলা সভাপতি আলবাব উল হক চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি