ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিয়ানীবাজারে ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৫, ৭:২৯:০৭ অপরাহ্ন
ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর চলমান আগ্রাসন ও বর্বর হামলার প্রতিবাদে ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার ডাকে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে বিয়ানীবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামন থেকে সর্বস্তরের তাওহীদী জনতাকে সাথে নিয়ে মিছিলটি বের হয়ে মধ্যবাজারে এসে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি জাহিদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওলিউর রহমানের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক কাসিমী। এ সময় জমিয়ত নেতৃবৃন্দ স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের উপর সন্ত্রাসী ইসরায়েলের গণহত্যা বন্ধে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ওআইসি ও আরব লিগসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে দ্রুততার ব্যবস্থা নিতে আহবান জানান।
বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ আল মামুন খান, বিয়ানীবাজার পৌর জমিয়তের সভাপতি মাওলানা মুজিবুর রহমান, উপজেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক হাফিজ রুহুল আমিন খান, মাওলানা আব্দুল হামিদ খান, এড. মাও, হাবিবুর রহমান, মাওলানা আব্দুল করিম, ব্যবসায়ী গোলাম রেজা তুফা, প্রভাষক মাও. শিহাব উদ্দিন, যুবনেতা দিলওয়ার হুসাইন, মুফতি আব্দুল্লাহ আল মামুন, হা. আব্দুল ফাত্তাহ, মুস্তফা আহমদ শাহীন, সাবেক ছাত্রনেতা হা. আব্দুল্লাহ, আব্দুল্লাহ আল মামুন, হা. উবায়দুল্লাহ, মঞ্জুরুল হাসান, ছিদ্দিক আলম ও কামরুল হক। বিজ্ঞপ্তি