ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৫, ৭:৩০:৩৫ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলাসহ বিভিন্ন উপজেলা ও গুরুত্বপূর্ণ স্থানে গাজায় ইসরাইলের নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রজনতা। সোমবার বিকেল থেকে বাদ আছর পর্যন্ত এ বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। এদিকে, বাহুবল উপজেলার মিরপুর বাজারে ঢাকা সিলেট মহাসড়ক বন্ধ করে স্কুল কলেজে না গিয়ে বিক্ষোভে নেমে পড়ে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহাসড়কে গিয়ে যান চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভে ফেটে পড়ে। বিক্ষোভের কারণে মহাসড়কে আধা ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে পড়ে। মিছিলে সানশাইন মডেল হাই স্কুল, মিরপুর পাইলট স্কুল এন্ড কলেজ, করাঙ্গী ইসলামি একাডেমি এন্ড হাই স্কুলের শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।