সিটিজেন সলিডারিটি মুভমেন্ট’র গণপ্রার্থনা কর্মসূচী
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৫, ৭:৩৬:১৫ অপরাহ্ন
অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ সিটিজেন সলিডারিটি মুভমেন্ট ও বাংলাদেশ স্টুডেন্ট ইউনিটির পৃষ্ঠপোষক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান বলেছেন, ফিলিস্তিনে নারকীয় গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরাইল। সেখানকার হাজার হাজার নিরপরাধ শিশু, নারী ও পুরুষকে হত্যা করা হচ্ছে। এই গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার দাবিতে আমরা বাংলাদেশ থেকে সংহতি জানাতে রাজপথে নেমেছি। গাজা ও ফিলিস্তিনে ইসরায়েলি হামলা আজ মানবতাকেও প্রশ্নের মুখে ফেলেছে।
তিনি সোমবার বাদ জোহর সিলেট নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে বাংলাদেশ সিটিজেন সলিডারিটি মুভেমেন্ট আয়োজিত গাজা ও ফিলিস্তিনের মজলুম মানুষের জন্য গণ-প্রার্থনা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বক্তব্য শেষে গাজা ও ফিলিস্তিনের নিরীহ মজলুম মানুষদের জন্য মোজানাত পরিচালনা করেন অ্যাডভোকেট সামসুজ্জামান জামান।গণ-প্রার্থনা শেষে সিলেট নগরীর কোর্ট পয়েন্ট থেকে বাংলাদেশ সিটিজেন সলিডারিটি মুভমেন্ট’র নেতাকর্মীরা নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কোর্ট পয়েন্টে এসে সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি