জাহানার হক ফাউন্ডেশনের কোরআন প্রশিক্ষণার্থীদের পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৫, ৭:৫০:১৫ অপরাহ্ন
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রামাদান উপলক্ষে মাসব্যাপী সহীহ কোরআন প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার নগরীর কাজীটুলাস্থ কাজী জালাল উদ্দিন বালক সরকারি উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সহীহ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি মো. সাজ্জাদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহীহ কোরআন প্রশিক্ষন কেন্দ্রের প্রধান ক্বারী রুহুল আমিন। ভিডিও কনফারেন্সে যুক্তরাষ্ট্র থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহীহ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মো. আব্দুল ওদুদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আল আমানাহ একাডেমির প্রধান শিক্ষক মো. হোসাইন আহমদ, কাজী জালাল উদ্দিন বালক সরকারি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি কামাল আহমদ কামরান, ডিআইজি অফিসের ইনচার্জ আব্দুন নূর রুহেল, অত্র কেন্দ্রের সাবেক প্রধান ক্বারী মো. কামরান হোসাইন, সহীহ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের সদস্য রুহেল বখত, সহীহ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের ক্বারী কামরুল ইসলাম, সহীহ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ কাওছার প্রমুখ। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন আব্দুল হাই। অনুষ্ঠানের শুরতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছালিস বিভাগের শিক্ষার্থী মো. রেদওয়ান আহমদ। হামদ ও নাত পরিবেশন করেন আউয়াল বিভাগের শিক্ষার্থী মরিয়ম আক্তার।
অনুষ্ঠানে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আয়োজিত ক্বিরাত, হামদ, নাত প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়। দারুল ক্বেরাতে ৬টি বিভাগের মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে ১ম, ২য় ও ৩য় সথান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা ক্বারী কামরান হোসেন। অনুষ্ঠানটি উপস্থাপন করেন ক্বারী আনোয়ার হোসেন। বিজ্ঞপ্তি