ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জামায়াতের বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৫, ৭:৫১:৫৮ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: ফিলিস্তিনে ইসরাইলের বর্বর গণহত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আছর সুনামগঞ্জ জেলা জামায়াতের আয়োজনে বিক্ষোভ মিছিল শহরের মডেল মসজিদ থেকে শুরু করে ট্রাফিক পয়েন্ট হয়ে পুরাতন বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করেন। পরে মিছিলটি পুনরায় ট্রাফিক পয়েন্টে ফিরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জেলা জামায়াতের আমীর তোফায়েল আহমেদ খাঁন বলেন, ইসরায়েল পৃথিবীর মুসলমানদের ক্যানসার। এদের নেতৃত্বে উইঘুরে, আরাকানে মুসলমানদের উপর নির্যাতন চালিয়েছে। ফিলিস্তিনে ৭৫ বছর ধরে দখলদার বাহিনী ইসরায়েল গণহত্যা চালায়। গত রমজানের শেষ দিকে এসে আবারও হামলে পড়ে। রাফাহ, গাজা প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। জাতিসংঘের কোন ভুমিকা নাই, ওয়াইসির ভুমিকা নাই। পৃথিবীর শাসকরা শুধু চেয়ে চেয়ে দেখছেন। মক্কা, মদীনার জিম্মাদাররাও নিরব দর্শকের ভুমিকায়। দালালিতে ব্যস্ত তারা। ইয়াহুদী নামক ক্যান্সারকে সমুলে মুলোৎপাটন করতে বিশ্ব মুসলমানদের আহবান জানান তিনি।
এসময় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট শামস উদ্দিন, মোমতাজুল হাসান আবেদ, জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল্লাহ, জেলা শিবিরের সভাপতি মেহদী হাসান তুহিন প্রমুখ।