জুড়ীতে ওয়ার্ড বিএনপির কমিটি বাতিল নিয়ে আহ্বায়ক যুগ্ম আহ্বায়কের দ্বিমুখি বক্তব্য
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৫, ৯:১৩:৫০ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড (জাঙ্গীরাই) বিএনপির আহ্বায়ক কমিটিতে আওয়ামী দোসরকে সদস্য করার অভিযোগ ওঠেছে। ২৫ মার্চ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাকিম হোসেন বাবুল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী মাছুম রেজা স্বাক্ষরিত বিবৃতিতে ওই আহ্বায়ক কমিটি বাতিল করা হয়। তবে, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাকিম হোসেন বাবুলের দাবি অনুমোদিত ওয়ার্ড কমিটি বাতিল সংক্রান্ত প্যাডে তিনি স্বাক্ষর করেননি। তার স্বাক্ষর জাল করা হয়েছে। এ নিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাকিম হোসেন বাবুল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাছুম রেজার পরস্পর বিরোধী বক্তব্যে দলীয় কোন্দল প্রকাশ্য রূপ নিচ্ছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, জায়ফরনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড (জাঙ্গীরাই) বিএনপির আহ্বায়ক কমিটির ৩০ নম্বর সদস্য মনোনীত করা হয়েছে হাবিবুর রহমান হাবিবকে। হাবিব আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনের সহচর। গত বছরের ৭ জানুয়ারির পাতানো সংসদ নির্বাচনে তিনি দলবল নিয়ে নৌকায় জাল ভোট দেন। হাবিবুর রহমান হাবিব ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর রং বদলাতে থাকেন। ভিড়েন স্থানীয় বিএনপি নেতাদের কাছে। ইতিপূর্বে জামায়াতে ইসলামীর কর্মী সভায়ও যোগ দিয়েও সেখানে সুবিধা করতে পারেননি। তবে, জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজান আলীকে প্রভাবিত করে ৮ নং (জাঙ্গীরাই) ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদ ভাগিয়ে নেন। গত ২৫ মার্চ আহ্বায়ক রেজান আলী একক স্বাক্ষরে তাকে ৩০ নম্বর সদস্য করে ৫১ সদস্যের কমিটির অনুমোদন দেন।
এ ব্যাপারে হাবিবুর রহমান হাবিব জানান, তিনি ছাত্র অবস্থায় ছাত্রদলের রাজনীতি করেছেন। জীবিকার তাগিদে প্রবাসে যান। ২০২১ সাল পর্যন্ত সৌদিআরবের ইয়াংগুন বিএনপির সভাপতি ছিলেন। দেশে ফিরে গত ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। মুলত বর্তমান উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাছুম রেজার সাথে নির্বাচনি দ্বন্দ্ব রয়েছে। এর জেরে তিনি তাকে আওয়ামী দোসর চিহ্নিত করার অপচেষ্টা চালাচ্ছেন।
জুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাকিম হোসেন বাবুল জানান, জায়ফরনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অনুমোদিত ৮ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলে তার সম্পৃক্ততা নেই। তার স্বাক্ষর জাল করে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাছুম রেজা কমিটি বাতিলের অপপ্রচার করেন। যা তিনি (মো. মোস্তাকিম হোসেন বাবুল) ২৬ মার্চ বিবৃতি দিয়ে পরিস্কার করেছেন।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাছুম রেজা জানান, আওয়ামী দোসরকে কমিটির সদস্য করার বিষয়টি জানার পর নেতাকর্মীরা ক্ষুব্ধ হন। তাৎক্ষণিক তিনি ও আহ্বায়ক উক্ত বিতর্কিত কমিটি বাতিল করেন। ঘোষণাপত্রে অনেকের উপস্থিতিতে আহ্বায়ক মো. মোস্তাকিম হোসেন বাবুল স্বাক্ষর করেন। অনেকের কাছে তার প্রমাণ রয়েছে। এখন কী কারণে অস্বীকার করছেন তিনিই ভাল জানেন।