বড়লেখায় খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল/৩
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৫, ৯:১৭:৩১ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: ফিলিস্তিনে নিরিহ মুসলমানদের ইসরাইল কর্তৃক নির্বিচারে গণহত্যার প্রতিবাদে সারাবিশ্ব ব্যাপী কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল ও সমাবেশের অংশ হিসেবে সোমবার বাদ যোহর বড়লেখায় বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বড়লেখা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা কাজী এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সল আলম স্বপনের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা খেলাফত মজলিসের সহসাধারণ সম্পাদক এমএম আতিকুর রহমান, ইসলামী ছাত্র মজলিসের জেলা সভাপতি আব্দুল্লাহ আল নোমান, উপজেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা লুৎফুর রহমান, মাওলানা মাহবুব হোসাইন শিবলী, মাওলানা এখলাসুর রহমান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক মেম্বার প্রমুখ।