বড়লেখায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৫, ৯:১৭:৫১ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা থানা পুলিশ ডিবি পুলিশের সহযোগিতায় রোববার রাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা মাসুম আহমদকে গ্রেফতার করেছে। সে উপজেলার জফরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। গত বছরের ২৫ আগস্ট থানায় দায়েরকৃত একটি মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে সোমবার বিকেলে পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
থানার ওসি আবুল কাশেম সরকার জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে সাধারণ মানুষের ওপর জুলুম অত্যাচার ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের ক্যাডার বাহিনীর সদস্য হিসেবে অপকর্ম চালানোর অভিযোগ রয়েছে। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।