ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৫, ৯:৩০:২৭ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলা জামায়াতের উদ্যোগে শহরে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। পরে চৌমুহনী চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।
সেক্রেটারি প্রভাষক বেলাল আহমদ চৌধুরীর সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন উপজেলার আমীর সহকারী অধ্যাপক মো. আব্দুল মুন্তাজিম। এ সময় জেলা শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক প্রভাষক মো. হামিদ খান, উপজেলার নায়েবে আমীর জাকির হোসেন, পৌর আমীর রুহুল আমিন রইয়ব, সেক্রেটারি সিনিয়র মনসুর আহমদ তালুকদার, সহসেক্রেটারি সাইফুল ইসলাম খান ও মো. আলাউদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা পালনে আহবান জানানো হয়।