ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বালাগঞ্জে বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৫, ৯:৩৪:০৩ অপরাহ্ন
বালাগঞ্জ প্রতিনিধি: ফিলিস্তিনের গণহত্যা বন্ধের দাবীতে সিলেটের বালাগঞ্জের বিভিন্নস্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ যোহর বালাগঞ্জ উপজেলা সদরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে কিবরিয়া আহমেদ ও ইমরানুল হকের যৌথ পরিচালনায় জামেয়া ইসলামিয়া ফিরোজাবাগ বালাগঞ্জের মুহতামিম মাওলানা আব্দুল মালিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা সৈয়দ আলী আসকর, বালাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মুনিম, মাওলানা হোসাইন আহমদ মিসবাহ, প্রিন্সিপাল মোঃ আমির আলী, মাওলানা সাইদুর রহমান প্রমুখ।
বোয়ালজুরের কালিবাড়ী বাজারে বাদ আছর দারুলউলুম সোনাপুর রুপাপুর মাদ্রাসার সামন থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে নসিব উল্ল্যাহ মার্কেটের সম্মুখে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
বোয়ালজুরের আল-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থার ব্যানারে অনুষ্ঠিত মিছিলে মুরাদ হাসান ও ক্বারি জিল্লুল হকের যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মাওলানা হুসাইন আহমদ আওলাদ, মাওলানা ফয়জুর রহমান, সমাজসেবক শফিকুল ইসলাম, সাবেক মেম্বার আং রশিদ, সাংবাদিক আমির আলী, মতছির আলী মুন্না, ইউছুফ আলি, মাওলানা দেলওয়ার হুসেন, ফখরুল ইসলাম রাজু, শাহরুহেল, সাংবাদিক এ.আর.কাওছার, ক্বারি আব্দুল ওয়াহিদ, শাহ শিপু, রুহেল মিয়া,রেজাউল হক মিসবাহ, সৈয়দ হায়দার আলী মিজান, শিপন আহমদ ময়নুল ইসলাম, সাহেদ মিয়া প্রমুখ।