বন্দরবাজারে ইয়াবাসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৫, ৯:৪২:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে বন্দরবাজারস্থ পেপার পয়েন্ট ও হেড পোস্ট অফিসের গেইট থেকে পৃথক অভিযানে ৭৮ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ জানিয়েছে, রোববার রাতে বন্দরবাজারস্থ হেড পোস্ট অফিসের প্রধান গেইট থেকে ২৫ পিস ইয়াবাসহ ওজিমুল রহমান (৩০) কে গ্রেফতার করে পুলিশ। সে সুনামগঞ্জের ধর্মপাশা থানার কুরি কাহনিয়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে। এদিকে রোববার মধ্যরাতে বন্দরবাজারস্থ পেপার পয়েন্ট থেকে ৫৩ পিস ইয়াবাসহ মো. রহিম (৪০) কে গ্রেফতার করে পুলিশ। সে নগরীর আখালিয়ার নেহারিপাড়া এলাকার আব্দুল হান্নানের ছেলে। গ্রেফতারকৃতদের মাদক আইনে দায়েরকৃত মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।