জগন্নাথপুরে আ’লীগ নেতা ঝুনু গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৫, ৯:৪৩:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের জগন্নাথপুরে অপারেশন ডেভিল হান্টের অভিযানে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও চুরির মামলার অজ্ঞাত আসামী হিসেবে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ ঝুনুকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ( ৬ এপ্রিল) দুপুরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আওয়ামী লীগের ওই নেতা উপজেলার চিলাউড়া-হলিদপুর ইউনিয়নের ইসমাইলচক গ্রামের ছান্দু মিয়ার ছেলে। তিনি ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওমায়ী লীগের সাধারণ সম্পাদক।
এর সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় ঘটনার সাথে জড়িত সন্দেহে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।