গাইবান্ধার হত্যা মামলার আসামী সুনামগঞ্জে আটক
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৫, ৯:৪৩:৩২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের সুনামগঞ্জে হত্যা মামলার এক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৯। গাইবান্ধার একটি হত্যা মামলায় সিলেটে এসে আত্মগোপনে ছিলেন তিনি। গ্রেফতারকৃত মো. ফেরদৌস সরকার গাইবান্ধার গোবিন্দগঞ্জ জেলার পারসো পারসোনাইডাঙ্গার (আদর্শ গ্রাম) মো. আনোয়ার হোসেনের ছেলে।
র্যাব জানায়, রোববার রাতে সুনামগঞ্জ জেলার সদর থানার পৌরসভার রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে ফেরদৌসকে গ্রেফতার করে। সে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় দায়েরকৃত হত্যা মামলার এজাহারনামীয় ২নং আসামী।