গাজায় গণহত্যা অবিলম্বে বন্ধ করুন : কয়েস লোদী
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২৫, ৬:৪৩:২৪ অপরাহ্ন
ফিলিস্তিনের গাজায় অবিলম্বে বর্বর গণহত্যা বন্ধ করতে আহবান জানিয়েছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুরে গাজায় গণহত্যা বন্ধের দাবি ও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আমরা ইসরায়েলের পণ্য বর্জন করবো ও সবাইকে বর্জনে উৎসাহিত করবো। আমাদের দায়িত্ব হচ্ছে সবাইকে বুঝিয়ে বলা। কিন্তু মনের আবেগ থেকে ব্যবসা প্রতিষ্ঠানে ডিল মারবেন, ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পণ্য লুটপাট করা এটা সঠিক নয়। এই কাজ যারা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। সকল ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
কয়েস লোদী বলেন, সারা পৃথিবীতে মুসলিম মোড়লদের আমরা আহ্বান জানাই আপনারা সারা পৃথিবীতে নির্যাতিত মুসলিমদের পক্ষে আন্দোলন গড়ে তুলুন। আমরা মুসলিম জাতি হিসেবে আপনাদের পাশে থাকবো। ইসরায়েলকে যারা অস্ত্র সহযোগিতা করছে তাদেরকে আপনারা বাধ্য করুন ইসরায়েলকে যেন কোনও মারণাস্ত্র না দেওয়া হয়। বিশ্বের সবচাইতে নির্যাতিত এই এলাকায় যেন আর কোনও গণহত্যা চালানো না হয়।
জেলা ছাত্রদলের সভাপতি জুবের আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার এবং মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসানের যৌথ পরিচালনায় প্রতিবাদ সভায় আরোও বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমদ, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ প্রমুখ। বিজ্ঞপ্তি