সিএনজি অটোরিক্সা টেক্সীকার মালিক সমিতির সভা
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২৫, ৬:৪৫:৫৭ অপরাহ্ন
সিলেট জেলা সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, ট্যাক্সি টেক্সি কার মালিক সমিতির এর এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নগরীর দক্ষিণ সুরমার লাউয়াইস্থ সমিতির প্রধান কার্যালয়ে সিলেট বিআরটিএ এর কয়েকজন অসাধু কর্মকর্তার মাধ্যমে গোপনীয়ভাবে নতুন করে সিএনজি অটোরিক্সা রেজিস্ট্রেশন দেওয়ার পাঁয়তারার প্রতিবাদে জেলা মালিক সমিতির বিভিন্ন উপ-শাখা কমিটির নেতৃবৃন্দদের নিয়ে এই জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা মালিক সমিতির কার্যকরী সভাপতি জামিল আহমেদ লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহ-সভাপতি হানিফ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল আহমদ, সাধারণ সম্পাদক মোঃ বুলবুল আহমেদ, অর্থ সম্পাদক মোঃ বেলাল আহমদ, সহ-অর্থ সম্পাদক মোঃ ইউসুফ আলী, প্রচার সম্পাদক আনসার আলী প্রমুখ। এছাড়াও উপ শাখার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জরুরি সভায় বক্তারা বলেন, সিলেট বিআরটিএ এর কয়েকজন অসাধু কর্মকর্তার মাধ্যমে গোপনীয়ভাবে নতুন করে সিএনজি অটোরিক্সা রেজিস্ট্রেশন দেওয়ার পাঁয়তারা করছেন। সিলেটে ১৯ হাজার ২শত ৩৪টি গাড়ি রেজিস্ট্রেশনযুক্ত রয়েছে। সিএনজি অটোরিক্সা নতুন করে রেজিস্ট্রেশন দেওয়ার মাধ্যমে সিলেটের বিআরটিএ সহকারী পরিচালক ও অন্যান্য কর্মকর্তাগণ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সেদিকে সবাইকে সচেতন হতে হবে।
বক্তারা বলেন, সিলেট জেলা সিএনজি অটো রিক্সা, অটো টেম্পু, ট্যাক্সি টেক্সি কার মালিক সমিতি সিলেট জেলার বিভিন্ন প্রশাসনিক মহল, সিলেট বিভাগীয় বিআরটিএ অফিস ও সিলেট বিআরটি অফিসে বার বার সিএনজি নতুন করে রেজিস্ট্রেশন না দেওয়ার দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন। বক্তারা আগামী ১৫ এপ্রিলের মধ্যে দাবিগুলো না মানলে সিলেট জেলা সিএনজি অটো রিক্সা, অটো টেম্পু, ট্যাক্সি টেক্সি কার মালিক সমিতির সকল মালিক ও শ্রমিকগণকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। বিজ্ঞপ্তি