মুখে কালো কাপড় বেঁধে গাজায় গণহত্যার প্রতিবাদ শাবি ছাত্রদলের
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২৫, ৭:১০:০৮ অপরাহ্ন
ছবি আছে
শাবি প্রতিনিধি: ইসরায়েল কর্তৃক গাজায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানায়। মঙ্গলবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শাবিপ্রবি ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সভাপতি রাহাত জামান, সাধারণ সম্পাদক নাঈম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, সহ সাধারণ সম্পাদক আবু আফসার মোজাম্মেল, ছাত্রী বিষয়ক সম্পাদক রিমকাতুল রাশেদ অথৈ, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান চাঁদ।
সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, আমরা গাজায় বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ জানাই। ১৯৮০ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে তৎকালীন ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের সাথে সম্পর্ক রেখে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছিল। বর্তমানে আমরা সব ধরনের ইজরায়েলী পণ্য বয়কটের ঘোষণা দিচ্ছি।