তাহিরপুরে ড্রেজার জব্দ করে পুড়িয়ে দিল প্রশাসন
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২৫, ৭:১১:৩৩ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় গভীররাতে অবৈধভাবে বালু উত্তোলনের দুটি ড্রেজার মেশিন জব্দ করে উপজেলা প্রশাসন। পরে সেগুলো আগুনে পুড়ানো হয়। ড্রেজার দুটির মূল্য দশ লক্ষাধিক টাকার বেশি। সোমবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের সোহালা গ্রামের সামনে যাদুকাটা নদীতে এগুলো জব্ধ করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম এর নেতৃত্বে উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক মোঃ হাসিবুল তারেকসহ আনসার সদস্য ও তাহিরপুর থানার পুলিশের সমন্বয়ে সোহালা গ্রাম ও এর আশেপাশের এলাকায় অভিযান চালানো হয়। অভিযান পরিচালনাকালে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ২ টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এসময় এর সাথে জড়িতরা পালিয়ে যায়। পরে সেগুলো পুড়িয়ে ফেলা হয়। যার আনুমানিক মূল্য ১০ লক্ষাধিক টাকার বেশি। এর সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক মোঃ হাসিবুল তারেক। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম জানান, উপজেলায় কোনো অনিয়ম হলে ছাড় দেয়া হবে না। অনিয়ম প্রতিরোধে আমাদের অভিযান চলবে।