ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কানাইঘাটে জামায়াতের মিছিল
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২৫, ৭:১৩:০৩ অপরাহ্ন
সোমবার সিলেটের কানাইঘাটে গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে বর্বর ইসরায়েলি বাহিনীর উপর্যুপরি বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে কানাইঘাট উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে উপজেলা সদরে অনুষ্ঠিত মিছিল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা নায়েবে আমীর হাফেজ আনওয়ার হোসাইন খান, জেলা সহকারী সেক্রেটারী মাওলানা মাশুক আহমদ, জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জেলা ছাত্রশিবির সভাপতি মারুফ আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর জামায়াত আমীর মাওলানা আব্দুল করীম, সেক্রেটারী মাওলানা ইকবাল আহমদ, কানাইঘাট উপজেলা সেক্রেটারী হাফেজ তাজ উদ্দিন, জামায়াতনেতা একেএম ওলিউল্লাহ প্রমূখ। বিজ্ঞপ্তি