হোটেল রয়েল মার্কে ভাংচুরে মিজান চৌধুরীর নিন্দা
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২৫, ৭:১৮:১১ অপরাহ্ন
ফিলিস্তিনে ইসরাইলী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে সিলেট নগরীর মিরবক্সটুলাস্থ হোটেল রয়েল মার্কসহ নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। অবিলম্বে এর সাথে জড়িত সিলেটের সম্প্রীতি বিনষ্টকারী দুর্বৃত্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।
মঙ্গলবার এক বিবৃতিতে হোটেল রয়েল মার্ক পরিচালনা পর্ষদের পক্ষে প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাতক উপজেলা চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান বলেন, ফিলিস্তিনে ইসরাইলী বর্বরতার বিরুদ্ধে আমাদেরও অবস্থান। ইসরাইলী বর্বরতার বিরুদ্ধে প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরাও সক্রিয় রয়েছেন। কিন্তু মিছিলের নামে প্রকাশ্য দিবালোকে একটি অভিজাত হোটেলে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় আমরা বিস্মিত ও ক্ষুদ্ধ। ইসলাম শান্তির ধর্ম। কারো প্রতিষ্ঠানে হামলা লুটপাট ইসলাম সমর্থন করেনা। কিন্তু আমরা সোমবার দেখলাম সিলেটের দীর্ঘদিনের সম্প্রীতিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে হোটেলে কিভাবে হামলা চালানো হয়েছে। এতে প্রতিষ্ঠানের কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু তাই নয়, দিনভর সিলেট নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনায় সিলেটবাসী হতবাক। এর সাথে জড়িতরা কোনভাবেই তৌহিদী জনতা হতে পারেনা। এরা দুর্বৃত্ত। এদেরকে কঠোরহস্তে দমন করতে হবে এবং আইনের আওতায় নিয়ে আসতে হবে। বিক্ষোভের নামে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর ও লুটপাটের পথ চিরতরে বন্ধ করতে হবে। বিজ্ঞপ্তি