ভাংচুরকৃত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনে মেট্রোপলিটন চেম্বার নেতৃবৃন্দ
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২৫, ৭:১৯:২৯ অপরাহ্ন
সিলেট নগরীর বিভিন্ন মার্কেটের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট ভাংচুরকৃত দোকানগুলো পরিদর্শন করেছেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর নেতৃবৃন্দ।
মঙ্গলবার দুপুরে চেম্বার নেতৃবৃন্দ নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খায়রুল হোসেন, ১ম সহ সভাপতি মো: ফেরদৌস আলম, কোষাধ্যক্ষ মো: জহির হোসেন, পরিচালক মাহবুবুর রহমান, মো: আব্দুর রহমান রিপন, তোফায়েল আহমেদ লিমন, দিলওয়ার হোসেইন, শাব্বির আহমদ চৌধুরী, মোহাম্মদ আব্দুল কাদির, দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সাংগঠনিক সচিব নিয়াজ মো. আজিজুল করিম, মেট্রোপলিটন চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, ফিলিস্তিনে মুসলিমদের উপর বর্বরোচিত গণহত্যার বিষয়টি মুসলমান হিসেবে আমাদেরও হৃদয়ে আঘাত লেগেছে। মানুষ হত্যার মতো জঘন্যতম কাজের প্রতিবাদ আমরা নিজ নিজ অবস্থান থেকে করেছি। কিন্তু দুঃখজনক হলে সত্য একটি দুস্কৃতকারীচক্র উদ্দেশ্যমূলকভাবে সিলেট নগরীর বিভিন্ন মার্কেটের ব্যবসা প্রতিষ্ঠাতা হামলা-লুটপাট ভাংচুর করেছে, তা অত্যন্ত কষ্টদায়ক ও নিন্দনীয় বিষয়।
নেতৃবৃন্দ, সিলেটের সকল ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অনতিবিলম্বে হামলা ও লুটপাটকারীদের ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। হামলাকারীদের শাস্তি না দিলে তারা আগামীতেও এমন ঘটনার মাধ্যমে সিলেটের সম্পৃতিকে নষ্ট করবে। বিজ্ঞপ্তি