কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২৫, ৭:২২:৪৬ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সোমবার দুপুরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও অত্র প্রতিষ্ঠানের সহকারি প্রধান শিক্ষক সৈয়দুজ্জামানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও অত্র প্রতিষ্ঠানের সাবেক সভাপতি আব্দুল আলীম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নাল আবেদীন, কলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, সিনিয়র সহকারি শিক্ষক মাহফুজুর রহমান, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা, সহকারী শিক্ষক উত্তম চক্রবর্তী, খলিলুর রহমান। মানপত্র পাঠ করেন দশম শ্রেণির ছাত্রী রিয়া আক্তার, বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দশম শ্রেণির ছাত্রী সামিয়া আক্তার ও মোহাম্মদ আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নবম শ্রেণির ছাত্রী জেনি আক্তার। পরে অতিথি ও বিদায়ী ছাত্র-ছাত্রীদেরকে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক-শিক্ষার্থীরা। পরিশেষে পরীক্ষার্থীদের সফলতা ও সকলের মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করেন কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ সৈয়দুজ্জামান।