কুলাউড়ায় ব্যবসায়ী সমিতির নির্বাচনে ৫১ প্রার্থীর মনোনয়ন দাখিল
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২৫, ৭:২৩:৩৫ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ব্যবসায়ী সমিতির নির্বাচনী কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে ৫১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
নির্বাচন পরিচালনা পরিষদের আহবায়ক খন্দকার লুৎফুর রহমান জানান, ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৬ এপ্রিল (শনিবার) নির্বাচন অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রার্থীরা তাদের স্ব-স্ব পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৫৪ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করে ৫১ জন মনোনয়নপত্র দাখিল করেন।
নির্বাচনী তফসিল অনুযায়ী, বুধবার (৯ এপ্রিল) বাছাই, বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্রত্যাহার ও শনিবার (১২ এপ্রিল) প্রতীক বরাদ্দ। মনোনয়ন দাখিলকারী প্রার্থীদের মধ্যে কোষাধ্যক্ষ পদে মো. বদরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা পদে এইচডি রুবেল, ক্রীড়া ও সাংস্কৃতিক বেলায়েত হোসেন লাভলু এবং নারী উদ্যোক্তা সম্পাদক সুফিয়া রহমান ইতি এককভাবে দাখিল করেন। এ ছাড়া ১ নং ওয়ার্ড সম্পাদক নজরুল ইসলাম, ২ নং ওয়ার্ড সম্পাদক শেখ মো. সুমন ও সদস্য মারুফ আহমদ জালাল ও জহিরুল ইসলাম এশু, ৩ নং ওয়ার্ড সদস্য শেখ মোহাম্মদ আছকর আলী ও আব্বাছ আলী, ৪ নং ওয়ার্ড সদস্য মো: হায়দার আলী ও আব্দুল মান্নান, ৫ নং ওয়ার্ড সম্পাদক জাকির হোসেন মুহিত, ওয়ার্ড সদস্য এনামুল হক ও মো. আবুল কালাম রাসেল, ৭ নং ওয়ার্ড সম্পাদক আজিজুর রহমান খালেদ এবং ওয়ার্ড সদস্য শাহাদাত খান ও ওয়াহিদুল ইসলাম শিপন, ৮ নং ওয়ার্ড সম্পাদক পদে আতিকুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ ছাড়া অপর মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন সভাপতি পদে বদরুজ্জামান সজল ও আশরাফুল আলম রাজা, সাধারণ সম্পাদক পদে এম আতিকুর রহমান আখই ও আবুল কাশেম, সহসভাপতি রফিক মিয়া ফাতু, নির্মাল্য মিত্র সুমন ও ডা. মো. কুতুব উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক সাইফুর রহমান, ইকবাল হোসেন সুমন, মো. আলমাছ পারভেজ তালুকদার, ইসলাম উদ্দিন, দপ্তর সম্পাদক মাও. এনামুল ইসলাম ও আব্দুল করিম বাচ্চু।
এ ছাড়া ১ নং ওয়ার্ড সদস্য রিংকু বর্ধন, নাইমুল ইসলাম ও ইমন মিয়া, ৩ নং ওয়ার্ড সম্পাদক কামাল আহমদ, জনি খান ও আব্দুল মতলিব, ৪ নং ওয়ার্ড সম্পাদক মো. গৌছ মিয়া, মুহিবুর রহমান জাবেদ ও মো. আজির উদ্দিন, ৬ নং ওয়ার্ড সম্পাদক জুবের খান, মো. খায়রুল ইসলাম ও ইকবাল আহমদ দিপু, সদস্য জসিম মিয়া, নজরুল ইসলাম সোনা, কামাল আহমদ ও আব্দুল হান্নান সোহাগ, ৮ নং ওয়ার্ড সদস্য সুদীপ আচার্য, নাজিম বখশ ও মো. মোস্তফা।