বড়লেখায় ৯ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২৫, ৭:৪৩:১১ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার ১০ ইউনিয়নের ৯টিতে জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার রাতে উপজেলা যুবদলের এস এম শরিফুল ইসলাম বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির পলাশ ও সদস্য সচিব ইকবাল হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আহ্বায়ক কমিটি গঠনের বিষয়টি জানানো হয়েছে।
আহ্বায়ক কমিটিগুলো হচ্ছে- বর্ণি ইউনিয়নের আহ্বায়ক রুহেল আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সল আহমদ, সদস্য সচিব জাকারিয়া আহমেদ, নিজ বাহাদুরপুর ইউনিয়নের আহ্বায়ক ইউপি সদস্য এমরানুল হক বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ মজনু, সদস্যসচিব আমান উদ্দিন, উত্তর শাহবাজপুর ইউনিয়নের আহ্বায়ক আলিম উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস শুক্কুর, সদস্যসচিব মারুফ আহমদ, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের আহ্বায়ক ফখরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্যসচিব আফজাল হোসেন চৌধুরী রিপন, বড়লেখা সদর ইউনিয়নের আহ্বায়ক আব্দুল লতিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামিল আহমদ, সদস্যসচিব আবু হানিফ জাকারিয়া, তালিমপুর ইউনিয়নের আহ্বায়ক ইউপি সদস্য তাজুল ইসলাম আইজুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউপি সদস্য ছালেহ আহমদ, সদস্যসচিব শাহিন আহমদ, দক্ষিণভাগ উত্তর (কাঠালতলী) ইউনিয়নের আহ্বায়ক আব্দুল মুকিত ফাহিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন রুবুল, সদস্যসচিব শাহ্ আলম, সুজানগর ইউনিয়নের আহ্বায়ক মকবুল হোসেন সেবুল, সিনিয়র যুগ্ম আহবায়ক নুর হোসেন, সদস্যসচিব রুবেল আহমদ, দক্ষিণভাগ ইউনিয়নের আহ্বায়ক এবি সিদ্দিকী দুলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান, সদস্য সচিব ইউপি সদস্য আমিনুল হক।
ঘোষিত আহ্বায়ক কমিটির দায়িত্বশীলদের আগামী ৩০ দিনের মধ্যে প্রতিটি ওয়ার্ড যুবদলের কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।