ওসমানীনগরে সরকারি জায়গার গাছ কাটা ও ব্রিজ নির্মাণ বন্ধের নির্দেশ
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২৫, ৭:৪৬:৩৩ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরের গোয়ালাবাজারে দাসপাড়া-গয়নাঘাট নামক খালের পাড়ে বেড়ে উঠা গাছ কাটা বন্ধ ও খালের উপর ব্রিজ নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশক্রমে তাজপুর তহশিল অফিসের তহশিলদার খলিলুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিক ও স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতে কাটা গাছগুলোর ছবি ও ভিডিও ধারণ করে গাছগুলো জব্দ, অবশিষ্ট গাছ কাটা বন্ধ ও খালের উপর নির্মিত অন্যান্য ব্রিজ এর কাজ বন্ধেরও নির্দেশ দেন। সোমবার দৈনিক জালালাবাদে দাসপাড়া-গয়নাঘাট নামক খালের পাড়ে বেড়ে উঠা গাছ কাটার সংবাদ দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষিয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নিতে উপজেলা সার্ভেয়ার জাকির হোসেনকে নির্দেশ দেন।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, আমরা পত্রিকায় নিউজ পড়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে উপজেলা সার্ভেয়ারকে দায়িত্ব দিয়েছি। সরকারি জায়গা পরিমাপের পর পরবর্তী সিদ্ধান্ত দেওয়া হবে। আপাতত কাজ বন্ধ থাকবে।
প্রসঙ্গত, উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের দাসপাড়া-গয়নাঘাট খালের পাড়ে দীর্ঘদিন ধরে বেড়ে উঠা আনুমানিক ৫ লক্ষ টাকা মূল্যের প্রায় ৩০টি গাছ আওয়ামীলীগ নেতা বাদল দেব এর কাছে বিক্রি করেন খালের পাড়ের জমির মালিক যুক্তরাজ্য প্রবাসী ইয়াওর মিয়া। গত দুই সপ্তাহ ধরে ২/৩টা করে প্রায় ২০টি গাছ কেটে এর কিছু অংশ নেন বাদল দেব এবং বাকি অংশ পড়ে রয়েছে। আর অবশিষ্ট ১০টি গাছ এখনো কাটা হয়নি। পুরাতন এসব গাছ কাটার কারণে পরিবেশ বিনষ্টসহ সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হওয়ায় এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে।