শান্তিগঞ্জে জেবিবি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২৫, ৯:০৬:৪৫ অপরাহ্ন
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়সিদ্ধী বসিয়াখাউরী বড়মোহা (জেবিবি) উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও তাদের সাফল্য কামনায় এবং গাজায় মুসলমানদের সাহায্য কামনা করে বিশেষ মিলাদ মাহফিল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় মাঠে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা এডহক কমিটির সভাপতি মোঃ এমদাদুল হক স্বপনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নির্মল কান্তি দে’র পরিচালনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক গিবাস চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী জিহাদ খান, গীতা পাঠ করেন শিক্ষার্থী মমি দাস।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী সাইফুল খান ও সৌদি আরব প্রবাসী জাফর সাজ্জাদ সুমন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এডহক কমিটির অভিভাবক সদস্য এলোয়ার হোসেন (পাকী মিয়া), অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য মতিউর রহমান জায়গীরদার, শিক্ষানুরাগী আসফাক আহমদ সুজন, সহকারী প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমান, অভিভাবক মাহতাব খান মাহিন, মুফতি মফিজুর রহমান কাসেমী, শিক্ষকদের মধ্যে মোঃ জহিরুল হক, মোঃ সোহাগ হোসেন, মোঃ আজিজুল হক, বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রাইয়্যান মিয়া, রীহা বেগম ও মুনতাহা আক্তার। উপস্থিত ছিলেন আলী আহমদ ভুঁইয়া, মাহিন মিয়া, কামরান হোসেন, রিপন মিয়া, আশির মিয়া।
সভায় এডহক কমিটির অভিভাবক সদস্য এলোয়ার হোসেন পাকী উনার ভাই যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ী মোঃ ইকবাল হোসেন স্বাধীনের পক্ষ থেকে বিদ্যালয় ফান্ডে ২ দুই লাখ টাকার অনুদান ঘোষণা করেন।
সভা শেষে বিদায়ী শিক্ষার্থী স্কুলের সার্বিক সফলতা ও গাজায় মুসলমানদের সাহায্য কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি