মহানগর শ্রমিক কল্যাণের ঈদ পুনর্মিলনী
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২৫, ৯:২৭:৩৭ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ মুক্ত দেশে দীর্ঘদিন পর আমরা এবার নির্বিঘেœ ঈদ উদযাপন করতে পেরেছি। কিন্তু আমাদের ফিলিস্তিনের ভাই-বোনেরা ঈদ পালন করতে পারেনি। ইসরাইলী হায়েনারা ফিলিস্তিনে বর্বর গণহত্যা চালাচ্ছে। অভিশপ্ত ইসরাইলের বিরুদ্ধে মুসলিম বিশ^কে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যথায় ফিলিস্তিন রাষ্ট্রটি একদিন হারিয়ে যাবে। গোটা মুসলিম উম্মাহকে এজন্য আল্লাহর কাছে জবাবদিহী করতে হবে।
তিনি সোমবার সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিত ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ফেডারেশনের মহানগর সহ-সাধারণ সম্পাদক কফিলউদ্দিন আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেডারেশনের সিলেট মহানগর সহ সভাপতি মিয়া মোঃ রাসেল, সহ-সভাপতি এস এম মনোয়ার, সহ সাধারণ সম্পাদক আক্কাছ আলী, সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মারুফ, সাংগঠনিক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া, অর্থ সম্পাদক আব্দুল জলিল, সহ-সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান শামীম, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম, জালালাবাদ থানা সভাপতি কাজী আসাদুজ্জামান, ট্রেড ইউনিয়ন থানা ২ এর সভাপতি সোহেল হাওলাদার, ট্রেড ইউনিয়ন থানা-৩ এর সহ-সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন বাদল, কোতোয়ালি থানা পূর্ব সভাপতি ইকবাল হোসাইন, কোতোয়ালি থানা পশ্চিম সভাপতি জাবেদুর রহমান জাবেদ, হাসপাতাল থানা পূর্ব সভাপতি আল মোমিন, শ্রমিক নেতা আব্দুর রহিম, এডভোকেট জিল্লুল হক তাপাদার, আব্দুল হামিদ, ফরিদ আহমদ, আকবর আলী ও বেলাল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি