দক্ষিণ সুরমায় টিলা ধসে শ্রমিকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২৫, ৯:৩০:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের দক্ষিণ সুরমায় টিলা ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সিলাম ইউনিয়নের মোহাম্মদপুর পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম সুমন আহমদ (৩০)। তিনি সিলাম ইউনিয়নের রুস্তমপুর টিলাপাড়ার রজব আলীর ছেলে।
মোগলাবাজার থানা পুলিশ জানায়, মঙ্গলবার সকালে মোহাম্মদপুর পশ্চিম পাড়ায় টিলার মাটি কেটে গাড়িতে তোলার সময় পার্শবর্তী একটি টিলা ধসে পড়লে মাটিচাপা পড়ে যান সুমন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর সত্যতা নিশ্চিত করে মোগলাবাজার থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা রয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।