শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২৫, ১২:৩০:১৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে দেশের মাধ্যমিক বিদ্যালয় খুলবে আজ। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জি থেকে এ তথ্য জানা গেছে। পাশাপাশি ছুটি শেষে স্কুল খোলার নোটিশ দিয়েছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান। সেগুলো তাদের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে। তাতেও এমন তথ্য উঠে এসেছে।
পবিত্র রমজান উপলক্ষে গত ২ মার্চ দেশের সব মাধ্যমিক বিদ্যালয় বন্ধ হয়ে যায়। যদিও তার আগে ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) ছিল। ফলে ২৭ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিকেও লম্বা ছুটি শুরু হয়।
ঈদুল ফিতরের টানা ৪০ দিনের ছুটি শেষ হয়েছে মঙ্গলবার (৮ এপ্রিল)। আজ বুধবার (৯ এপ্রিল) থেকে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে পুরোদমে ক্লাস শুরু হবে।