জকিগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২৫, ৫:৫৯:২০ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোর রাত ৩.২০ ঘটিকায় জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল জকিগঞ্জ থানার জকিগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের মাইজকান্দি এলাকা হতে মাদক ব্যবসায়ী এনাম উদ্দিন (৫৩), পিতাঃ মৃত আব্দুর রহমান এর শরীর তল্লাশি করলে তার নিকট হতে নীল ও কালো পলিপারযুক্ত প্যাকেটে ৩৮০০ পিস ইয়াবা বের করে দেন।
পরবর্তীতে মাদক ব্যবসায়ী এনাম উদ্দিন (৫৩)’ কে গ্রেফতার এবং ইয়াবা জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য অনুমান ১৩, লাখ ৩০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না জানান, উপজেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামী গ্রেফতার ও উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ জকিগঞ্জ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।