গুচ্ছ থেকে বেরিয়েও ভর্তি ফি কাঙ্খিত পরিমাণ কমায়নি শাবি
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২৫, ৬:০৬:১৩ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে এসে নিজস্বভাবে ভর্তি পরীক্ষা পরিচালনা করছে। তবে ভর্তি ফি কমানো নিয়ে শিক্ষার্থীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। পূর্বের তুলনায় ফি কিছুটা কমলেও তা শিক্ষার্থীদের প্রত্যাশার তুলনায় খুবই কম। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট সূত্রে জানা যায়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শাবিপ্রবির ভর্তি ফি ছিল ১৮ হাজার টাকা। এবছর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে তা কমিয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ মাত্র ১ হাজার টাকা কমানো হয়েছে, যা অনেকের কাছেই ‘প্রতীকী কমানো’ বলেই বিবেচিত হচ্ছে।
এছাড়া বিগত চার বছরের ভর্তি ফি বিশ্লেষণ করলে দেখা যায়, ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি ফি ছিল ৮ হাজার ১০০ টাকা। এক বছরের ব্যবধানে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি ফি বাড়িয়ে ১৫ হাজার টাকা করা হয়েছিলো। এর প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করলেও তা কমানোর কোনো উদ্যোগ নেয়নি তৎকালীন প্রশাসন। এর পরের বছর আরও ২ হাজার ২৫০ টাকা বাড়িয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি ফি নেওয়া হয় ১৭ হাজার ২৫০ টাকা। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি ফি বাড়িয়ে ১৮ হাজার টাকা নিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সর্বশেষ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এসে ১০০০ টাকা কমে দাঁড়ায় ১৭০০০ টাকা। সুতরাং চার বছরের ব্যবধানে ভর্তি ফি বৃদ্ধি পেয়েছে দ্বিগুনেরও বেশি। এই ভর্তি ফি বৃদ্ধির জন্য বিগত প্রশাসন গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষাকে দায় দিলেও বর্তমানে নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নিয়ে ভর্তি ফি বৃদ্ধি করায় প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে এক ভর্তিচ্ছু শিক্ষার্থী বলেন, ‘গুচ্ছ থেকে বেরিয়ে আসার পর ভাবছিলাম, ফি কমে অনেকটাই সহনীয় হবে। কিন্তু মাত্র ১ হাজার টাকা কমেছে। যেটা দরিদ্র পরিবারের জন্য বহন করা কঠিন।’
এ বিষয়ে জানতে চাইলে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক এছাক মিয়া বলেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না। এবিষয়ে বিস্তারিত জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।