ফিলিস্তিনে শিশু হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে শিশুদের মৌন মিছিল
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২৫, ৬:১৭:১৪ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি : ফিলিস্তিনে ইসরাইলের পৈশাচিক কায়দায় শিশু হত্যার প্রতিবাদে কালো কাপড় পড়ে মৌন মিছিল করেছে সুনামগঞ্জের কোমলমতি শিশুরা। বুধবার দুপুরে শিশু অধিকার সংগঠনের উদ্যোগে এ মৌন মিছিলের আয়োজন করা হয়।
মৌন মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে এসে মানববন্ধনে মিলিত হন। এতে শহরের অসংখ্য অভিভাবকরাও যোগ দেন। এসময় বক্তব্য রাখেন- রিপন, মসিউর রহমান রাসেল, সিরাজুল ইসলাম পলাশ, আফসা জেবিন, রুমি বেগম, সুলতানা আহমেদ মনি ও কিপতীয়া।
বক্তারা বলেন, গাজা ও রাফা নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। দখলদার ইয়াহুদীরা মুসলমানদের দুনিয়া থেকে চিরতরে বিদায়ের মিশন নিয়ে মাঠে নেমেছে। বোমা মেরে গণহত্যা চালিয়ে উল্লাস করছে। শিশুদেরও হত্যা করতে একটুও দ্বিধা করেনা। শিশুদের বোমা মেরে ফেলা হচ্ছে। কুকুরের কামড়ে জীবন শেষ করা হচ্ছে। গাজায় প্রতি ৪৫ মিনিটে প্রাণ হারাচ্ছে একটি শিশু। খাবার না পেয়ে শিশুরা গাছের পাতা খাচ্ছে। বিশ্ব বিবেক আজ ঘুমিয়ে আছে। ইসরাইল নামক ক্যান্সারকে ধ্বংস করে দিতে হবে। তাই ফিলিস্তিনকে বাঁচাতে বিশ্বের সকল মুসলমানদের এগিয়ে আসার আহবান জানান তারা।