ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সুনামগঞ্জে এনডিএফ এর বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২৫, ৬:১৯:৫৫ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: ফিলিস্তিনে ইসরাইলী গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা শাখার এনডিএফ কমিটির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেল দুইটার দিকে সুনামগঞ্জ শহরের রায়পাড়াস্থ অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত স্কয়ারে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন এনডিএফ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি রত্নাঙ্কুর দাস জহর।
সমাবেশে এনডিএফ সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি সুকেন্দু তালুকদার মিন্টু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সো-মিল শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মনির উদ্দিন, হোটেল শ্রমিক ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি লিলু মিয়া প্রমুখ। বক্তারা বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হয়ে ইসরাইলের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করার অনুরোধ জানান।