শুল্ক নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে প্রতিনিধি পাঠাবে মালয়েশিয়া
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২৫, ৮:১২:২২ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি: বাণিজ্য শুল্ক নিয়ে আলোচনা করতে ওয়াশিংটনে প্রতিনিধি পাঠাবে মালয়েশিয়া। প্রতিনিধিদলটি এপ্রিলের শেষের দিকে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হবে বলে নিশ্চিত করেছেন দেশটির অর্থমন্ত্রী দ্বিতীয় দাতুক সেরি আমির হামজা আজিজান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির ওপর ২৪ শতাংশ শুল্ক আরোপ করেছেন।
মঙ্গলবার স্থিতিস্থাপক এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যত গঠন শীর্ষক আসিয়ান বিনিয়োগ সম্মেলন ২০২৫-এ বক্তৃতায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, শুল্কের অন্তর্নিহিত উদ্দেশ্য পুনর্বিবেচনার সীমিত সুযোগ থাকতে পারে। নীতি বাস্তবায়নের ক্ষেত্রে অ্যাডজাস্ট করার এখনোও সুযোগ রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, আমরা মেগাফোন কূটনীতিতে বিশ্বাস করি না।আলোচনা শুরু ও আমাদের নীরব কূটনীতির অংশ হিসেবে আমরা আসিয়ান (দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংস্থা) এর সহকর্মীদের সঙ্গে আমাদের কর্মকর্তাদের ওয়াশিংটনে পাঠাবো। আসিয়ানের ১০টি সদস্য রাষ্ট্র যুক্তরাষ্ট্রকে প্রধান রপ্তানি বাজার হিসেবে মনে করে। ট্রাম্পের শুল্ক আরোপের ফলে দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আনোয়ার বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে মালয়েশিয়ার বাণিজ্য দীর্ঘদিন ধরে পারস্পরিক লাভের একটি মডেল। আমাদের রপ্তানি কেবল প্রবৃদ্ধিই নয় বরং যুক্তরাষ্ট্রজুড়ে উচ্চমানের কর্মসংস্থানকে সমর্থন করে। এই বাণিজ্যিক সম্পর্ক উভয় দেশের জন্য ভালোভাবে কাজ করেছে। কিন্তু বর্তমান পদক্ষেপে সবার ক্ষতি হতে পারে বলেও উল্লেখ করেন তিনি। ট্রাম্পের সবচেয়ে বেশি শুল্ক আরোপের শিকার অন্যান্য আসিয়ান দেশগুলো হল লাওস (৪৮ শতাংশ), মিয়ানমার (৪৪ শতাংশ), থাইল্যান্ড (৩৬ শতাংশ) ও ইন্দোনেশিয়া (৩২ শতাংশ)।