বিক্ষোভে রণক্ষেত্র ঢাকা-সিলেট মহাসড়ক : ১০ পুলিশসহ আহত শতাধিক
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২৫, ৮:৩২:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে টানা চার ঘণ্টা অবরোধে ঢাকা-সিলেট মহাসড়ক রণক্ষেত্রে পরিণত হয়। বুধবার (৯ এপ্রিল) সকাল থেকে আউখাব এলাকার রবিনটেক্স পোশাক কারখানার সামনে শ্রমিকদের বিক্ষোভ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে সেনাবাহিনী ও পুলিশের সদস্য ছাড়াও নারীসহ অনেক শ্রমিক রয়েছেন।
জানা গেছে, রবিনটেক্স পোশাক কারখানায় প্রায় ৮-১০ হাজার শ্রমিক কাজ করেন। ঈদুল ফিতর উপলক্ষে গত ২৯ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত কারখানাটি বন্ধ রাখা হয়। তবে ছুটির আগে ৬৫ জন শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই এবং বোনাস ও বেতন আংশিক প্রদানের ঘটনায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।
মঙ্গলবার (৮ এপ্রিল) কারখানা খোলার দিন এসব বিষয়ে মালিকপক্ষের কাছে জানতে চাইলে সন্তোষজনক জবাব না পেয়ে শ্রমিকরা পরদিন সকালে কারখানার ভেতরে অবস্থান নেয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কাজে ফেরার নির্দেশ দিলে শুরু হয় বাকবিত-া। একপর্যায়ে শ্রমিকরা পানি বোতল নিক্ষেপ করলে পুলিশ লাঠিচার্জ করে। এরপর উত্তেজিত শ্রমিকরা কারখানার বাইরে এসে বিদ্যুতের খুঁটি ফেলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে।
অবরোধ সরাতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপে আইনশৃঙ্খলা বাহিনীর লেফটেনেন্ট মুবীন, সৈনিক বাঁধন, সোহরাব, মেহেদী এবং শ্রমিক শাফিয়া, রুনা, মলিনা, মাজেদা, রুপুসহ শতাধিক ব্যক্তি আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান মিজান বলেন, “শ্রমিকদের শান্তভাবে কাজে ফেরার আহ্বান জানানো হলেও তারা হামলা চালায়, এতে আমাদের কয়েকজন সদস্য আহত হয়েছেন।”
এদিকে নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী হাসান বলেন, “বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। তবে শ্রমিকরা এখনও বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে অবস্থান করছেন। আমাদের প্রায় ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি।” এই ঘটনায় সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।