ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সিলেটে অনলাইন সাংবাদিকদের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২৫, ৮:৫৮:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :
স্বাধীন ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় সাংবাদিক, নারী ও শিশুসহ সাধারণ মানুষের গণহত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিলেটে কর্মরত অনলাইন গণমাধ্যমকর্মীদের সংগঠন সিলেট অনলাইন প্রেসক্লাব।
বুধবার সকালে সিলেট নগরীর শহীদ সাংবাদিক এটিএম তুরাব চত্বরে (সাবেক কোর্ট পয়েন্ট) এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার এর সঞ্চালনায় আয়োজিত এই কর্মসূচিতে সাংবাদিকরা ফিলিস্তিনে চলমান গণহত্যা বন্ধে বিশ্ব বিবেক জাগ্রত করার আহ্বান জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, “ইসরায়েল একটি অবৈধ ও বর্বর রাষ্ট্র। তারা মধ্যপ্রাচ্যের ক্যান্সার হিসেবে পরিচিত। আজ তারা ফিলিস্তিনে নির্বিচারে মানুষ হত্যা করছে। এমনকি সাংবাদিক, নারী ও শিশুরাও রক্ষা পাচ্ছে না। এটি স্পষ্টতই মানবতাবিরোধী অপরাধ।”
বক্তারা আরও বলেন, “বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ইসরায়েলের সঙ্গে কখনোই কূটনৈতিক সম্পর্ক ছিল না। পাসপোর্টেও তাদের ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু বিগত সরকারের সময়ে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাদের পণ্যের বাজার উন্মুক্ত করে দেওয়া হয়, যা দেশের জনগণের মনে চরম কষ্ট ও ক্ষোভের জন্ম দিয়েছে।”
তারা বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের কাছে দাবি জানান—ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে এবং তাদের পণ্যের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার, সহ-সভাপতি জহিরুল ইসলাম মিশু, দৈনিক দিনকালের ব্যুরো প্রধান সাদিকুর রহমান চৌধুরী, বার্তাবাজারের সিলেট প্রতিনিধি সাইফুল ইসলাম, ইনকিলাব প্রতিনিধি ডিএইচ মান্না, বিজনেস বাংলাদেশের সিলেট প্রতিনিধি রেজাউল করিম সোহেল প্রমুখ।
এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন ক্লাবের পাঠাগার ও দপ্তর সম্পাদক মবরুর আহমদ সাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, সদস্যবৃন্দ মো. আলমগীর আলম, আবু জাবের, নুরুল ইসলাম, শিপন চন্দ্র জয়, উৎফল বড়ুয়া, আমির উদ্দিন, সোহেল মিয়া, রুবেল মিয়া এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। প্রতিবাদী কণ্ঠে উচ্ছ্বসিত এ মানববন্ধনে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে কঠোর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানানো হয়।