নগরমুখী মানুষ, সিলেট ফিরছে চিরচেনা রূপে
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২৫, ৯:০০:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :
এবার এক ব্যতিক্রমী ঈদ উদযাপন করেছেন দেশবাসী। সরকারি চাকরিজীবী থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষ পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে ফিরেছেন কর্মস্থলে। সিলেট ঈদের আবেশ যেন এখনো শেষ হয়নি। এখনো নগরে ফিরছেন মানুষ। সিলেট নগর আবারও ফিরে পাচ্ছে তার চিরচেনা কর্মচঞ্চল রূপ।
বুধবার (৯ এপ্রিল) নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সরকারি-বেসরকারি অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠান খুলেছে। শুরু হয়েছে কর্মব্যস্ততা। শহরের প্রধান প্রধান সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে, বেড়েছে যানবাহনের চাপ। ঈদের সময় যানজট কিছুটা কম থাকলেও ছুটি শেষে সেই চিরচেনা দৃশ্যই ফিরে এসেছে নগরে।
রিকশাচালক জয়নাল মিয়া বলেন, “ঈদের সময় তেমন আয় হয়নি। মানুষ কম থাকায় আয় কমে গিয়েছিল। এখন মানুষ ফিরছে, আশা করি আবার সবকিছু স্বাভাবিক হবে।” বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, “ দারুন কেটেছে এবারের ঈদ। ছুটি শেষে অফিসে ফিরেছি। সহকর্মীদের সঙ্গে কুশল বিনিময়ের সময়টাও দারুণ। আগের মতো কাজে ব্যস্ত হয়ে পড়েছি।” নগরজুড়ে এখন আবার কর্মচাঞ্চল্য, গতি আর প্রতিদিনের চেনা দৃশ্য। ঈদের আনন্দ শেষে সবাই আবার ফিরেছেন দায়িত্ব আর ব্যস্ততার ছন্দে।