হাসান শাহরিয়ারের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ : বিভিন্ন কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২৫, ১২:৩৫:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :
উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, সিলেটের কৃতিসন্তান এবং দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ারের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ১০ এপ্রিল বৃহস্পতিবার। ২০২১ সালের এই দিনে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। এ উপলক্ষে মরহুমের নিজ বাড়ী সুনামগঞ্জ, ঢাকার সেগুনবাগিচা এপার্টম্যান্ট এবং সিলেটে দোয়ামাহফিল আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
হাসান শাহরিয়ারের সাংবাদিকতায় বিশেষ অবদান ছিল, তিনি আন্তর্জাতিক সংবাদ সাময়িকী ‘নিউজউইক’, পাকিস্তানের ‘দি ডন’, মধ্যপ্রাচ্যের ‘খালিজ টাইমস’, চট্টগ্রামের ‘ডেইলি পিপলস ভিউ’ ও দক্ষিণ ভারতের প্রভাবশালী দৈনিক ‘ড্যাকান হেরাল্ড’-এর বাংলাদেশ প্রতিনিধির দায়িত্ব পালন করেন। তিনি ভারত-পাকিস্তান সম্পর্কসহ আন্তর্জাতিক বিষয়ের বিশ্লেষক হিসেবে দেশের মধ্যে ব্যাপক সম্মান লাভ করেন।
বৈদেশিক সংবাদদাতা সমিতি (ওকাব) এবং কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশন (সিজেএ)-এর ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট ইমেরিটাস হিসেবেও তিনি খ্যাতি অর্জন করেন। সাংবাদিকতার ক্ষেত্রে তার অবদান স্বীকৃত, এবং বাংলা একাডেমী তাঁকে ফেলোশীপ প্রদান করে। তিনি ছিলেন একজন নির্ভীক সাংবাদিক, যিনি একাধিকবার চাকরি থেকে পদত্যাগ করে সাংবাদিকতার স্বাধীনতা ও নীতির প্রশ্নে আপোস করেননি। তার জীবনে সাংবাদিকতার ইতিহাসে এমন বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
মরহুম হাসান শাহরিয়ারের জন্ম ১৯৪৬ সালের ২৫ এপ্রিল সুনামগঞ্জ শহরের হাছন নগরে, এবং তার পরিবার ছিল সাংবাদিকতার ঐতিহ্যবাহী। তাঁর পিতা মকবুল হোসেন চৌধুরী ছিলেন আসামের প্রথম মুসলিম সম্পাদক। শাহরিয়ারের জীবনে অনেক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত রয়েছে, যেগুলো এখনও সাংবাদিক সমাজের জন্য প্রেরণা হয়ে থাকবে।