আ’লীগ নেতা কামাল গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২৫, ৯:৩৪:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন রাসেলকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। তার বিরুদ্ধে ৫ আগস্ট পূর্ববর্তী ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। আটকেকর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির দক্ষিণ সুরমা থানার ওসি মিজানুর রহমান। তিনি বলেন, ৫ আগস্টের কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয় একটি সূত্র জানিয়েছে, গ্রেফতারকৃত কামাল দেশে পরিস্থিতি ঘোলাটে করতে তৈরির জন্য সিলেট-৩ আসনের সাবেক এমপি হাবিবুর রহমান হাবিবের নির্দেশে দক্ষিণ সুরমার ধরাধরপুরের একটি বাড়িতে গোপন ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।